প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ন

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের মৃধাবাড়ী পশ্চিমপাড়া এলাকায় সুমাইয়া আক্তার (২০) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
সুমাইয়ার বাবা জামাল উদ্দিন বলেন, আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার রাতে পারিবারিক বিষয় নিয়ে সে অভিমান করে নিজ রুমে সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেয়। পরে আমরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।