বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

‘জুয়াকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে যা বললেন অপু
প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ৫:১৪ অপরাহ্ন

সিনেমায় আজকাল অনিয়মিত অপু বিশ্বাস। তার চেয়ে বেশি নিয়মিত বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ায়। অনেকে একে ফিতা কাটা বলে অবিহিত করেন। সে পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তবে এবার যে খবর শোনা যাচ্ছে তাতে রীতিমতো ভিমড়ি খাওয়ার দশা। জূয়া-কাণ্ডে জড়িত থাকার অভিযোগ এসেছে অপুর বিরুদ্ধে। 

দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অনলাইন জুয়া খেলার অ্যাপ ‘বাবু ৮৮’। গত বছরের শেষে দিকে অপু বিশ্বাসের নাম জড়িয়ে অ্যাপটি ব্যাপক প্রচারণাতেও অংশ নেয়। নতুন বছরের শুরুতে অ্যাপটিতে অপু বিশ্বাসের একটি ভিডিও শুভেচ্ছা বার্তা পোস্ট করা হয়।

তবে বিষয়টি বেমালুম অস্বীকার করেছেন অপু। ওই ভিডিওটি ভুয়া বলে জানিয়েছেন তিনি। আরও জানিয়েছেন তিনি কোথাও এমন ভিডিও পোস্ট করেননি। সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘আমি খুবই বিব্রত বোধ করছি। ওই ভিডিওটি ভুয়া। আমাকে কোথাও সেটি পোস্ট করতে দেখেছেন?’

তবে বিব্রতবোধ করলেও ভিডিওটি যে ভুয়া এমন কোনো তথ্য জোরালোভাবে জানাতে পারেননি অপু। ভিডিওটিতে অপুর কণ্ঠ পরিবর্তন বা লিপ রিডিংয়ে অসামঞ্জস্যতা খুঁজে পাওয়া যায়নি। বরং তাকে বেশ সাবলীল মনে হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft