শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫ ফাল্গুন ১৪৩১
 

গরুর মাংসে বিভ্রান্ত ক্রেতা, দাম তিন রকম
প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ২:১৩ অপরাহ্ন


সম্প্রতি গরুর মাংসের দাম বেঁধে দিয়েছে ডেইরি ফার্ম এসোসিয়েশন ও মাংস ব্যবসায়ী সমিতি। এক মাসের জন্য প্রতি কেজি গরুর মাংসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৫০ টাকা। কিন্তু রাজধানীর একেক বাজারে গরুর মাংসের দাম একেক রকম। এমনকি এক বাজারের তিন দোকানে গরুর মাংসের দাম দেখা গেছে তিন রকম। 

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন বাজার ঘুরে গরুর মাংসের এমন এলোমেলো দাম দেখা যায়। এছাড়াও দাম নিয়ে ব্যবসায়ীদের অযৌক্তিক যুক্তির মুখে বিভ্রান্ত হয়েছেন ক্রেতারাও। 

এদিন সকালে রাজধানীর মোহাম্মদপুরের হাজী জয়নাল আবেদিন বাজারে দেখা যায়, গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে। বাজারে গরুর মাংসের দোকান তিনটি, প্রতিটি দোকানেই একই দাম। ৬৫০ টাকা মূল্য নির্ধারণ করার পরেও বাড়তি দাম কেন? বিক্রেতাদের এমন প্রশ্ন করা হলেও উত্তর মেলেনি। 

গরুর মাংসের বাড়তি দাম দেখে বিরক্তি প্রকাশ করে সালাউদ্দিন আহমেদ নামে একজন ক্রেতা ঢাকা মেইলকে বলেন, ৬৫০ টাকা তো দাম ঠিক করেই দেয়া আছে। তারপরও আবার অতিরিক্ত দাম নিচ্ছে। মাংসই নিবো না।

ঢাকা উদ্যানে বাড়তি দাম হলেও বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে নবোদয় হাউজিং বাজারে। মোহাম্মদপুরের এ বাজারে একেক দোকানে একেক দামে বিক্রি হচ্ছে গরুর মাংস।  বাজারের মামা-ভাগনে মিট শপে গিয়ে দেখা যায়, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে।  
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft