বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩ ফাল্গুন ১৪৩১
 

ফরিদপুর-৩ আসনে "ঈগল" প্রতীকে লড়বেন স্বতন্ত্র প্রার্থী এ.কে আজাদ
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৪:১৩ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে ‘ঈগল প্রতীক পেয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও হামীম গ্রুপের কর্ণধার স্বতন্ত্র প্রার্থী  এ. কে. আজাদ। তার মুল প্রতিদ্বন্দী জেলা আওয়ামীলীগের সভাপতি নৌকার প্রার্থী শামীম হকের মনোনয়ন হাইকোর্ট বাতিল বহাল রেখেছে। ফলে তিনি ফুরফুরে মেজাজে ভোটের মাঠে থাকবেন এমনটিই বলছেন সদর আসনের ভোটাররা।

আজ সোমবার সকালে ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে তাকে ‘ঈগল প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

ফরিদপুর-৩ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী এম. এ. মুঈদ হোসেন আরিফকে ‘ডাব’ প্রতীক, জাতীয় পার্টির এস. এম. ইয়াহিয়াকে ‘লাঙ্গল’, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. দেলোয়ার হোসেনকে ‘একতারা’ এবং বিএনএম-র গোলাম রব্বানীকে ‘নোঙ্গর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

তবে, এ আসনে নৌকার প্রার্থী শামীম হকের মনোনয়ন হাইকোর্ট বাতিল বহাল রাখা রেখেছে ।
 
প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার। আজ সোমবার প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পাওয়ার পর থেকে নির্বাচনী আচরণবিধি মেনে আনুষ্ঠানিক প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।

আগামী ৭ জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তপশিল অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১ থেকে ৪ ডিসেম্বর বাছাই, ৬ থেকে ১৫ ডিসেম্বর আপিল ও শুনানি, ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারের সময় বেঁধে দেওয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft