প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৩:৩৯ অপরাহ্ন

শেরপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ ২ প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছে অনুসন্ধান কমিটি। গতকাল সোমবার বিকেলে কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ নুরুল আমিন ভূঁইয়া ওই নির্দেশ দেন।
তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডিএম শহিদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। তাদের আগামী বুধবার বিকেল ৩টার মধ্যে প্রার্থী সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সূত্র জানায়, গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের দিন স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ঝিনাইগাতী বাজারে শতাধিক নেতাকর্মী নিয়ে শোডাউন সহকারে নির্বাচনী প্রচারণা করেন এবং স্থানীয়দের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ওইসব শোডাউন ও প্রচারণার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নির্বাচনী অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়। এ ছাড়াও এডিএম শহিদুল ইসলাম ঝিনাইগাতী বাজারে একই কাজ করেন। এতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
অনুসন্ধান কমিটি সরেজমিনে তদন্ত করে উভয় ঘটনার সত্যতা পেয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করে। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন অনুসন্ধান কমিটির বেঞ্চ সহকারী আবু বকর সিদ্দিক।
তিনি জানান, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর ৬ (ঘ), ৮ (ক) ও ১২ ধারার বিধানসমূহ লঙ্ঘনের অভিযোগে ওই ২ প্রার্থীর কাছে শোকজের নোটিশ ইতোমধ্যে প্রার্থীদের স্ব-স্ব থানায় (শ্রীবরদী ও ঝিনাইগাতী) পৌঁছে দেয়া হয়েছে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া ও শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী দৈনিক জবাবদিহিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডিএম শহিদুল ইসলাম দৈনিক জবাবদিহিকে বলেন, আমি আচরণবিধি লঙ্ঘনের মতো কোনো কাজ করিনি। তবে বিজ্ঞ বিচারকের মাধ্যমে গঠিত কমিটি যদি আমার আচরণ অমান্য হিসেবে দেখেন তাহলে আমি এর নোটিশ প্রাপ্তি স্বাপেক্ষে জবাব দেব।
স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমর দৈনিক জবাবদিহিকে বলেন, চিঠি পেয়েছি। তবে আমি কোন আচরণবিধি লঙ্ঘন করিনি।