প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ১:৫৫ অপরাহ্ন

সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে মিশর। দেশটির মহাকাশ সংস্থা ইজিএসএ জানিয়েছে যে, চীন থেকে মিশরস্যাট-২ স্যাটেলাইট উৎক্ষেপণ সফল হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, 'এটি (উৎক্ষেপণ) মিশর ও চীন সরকারের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এবং দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে ফলপ্রসূ ও গঠনমূলক সহযোগিতার আলোকে করা হয়েছে।' খবর আরব নিউজের
মিশরীয় প্রকৌশলীদের একটি দল স্যাটেলাইটের নকশা এবং তৈরিতে চীনা বিশেষজ্ঞদের সহযোগিতা করেছেন। স্যাটেলাইট অ্যাসেম্বলি, ইন্টিগ্রেশন এবং টেস্টিং সেন্টারে একত্রিত এবং পরীক্ষা করেন মিশরীয় বিজ্ঞানীরা।
মিশর জানিয়েছে, কৃষি, খনিজ সম্পদ অন্বেষণ, ভূপৃষ্ঠের পানির উৎস সনাক্তকরণ এবং পরিবেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাবের অধ্যয়নসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে উন্নত করতে মহাকাশ প্রযুক্তি ব্যবহারের জন্য স্যাটেলাইটটি কাজ করবে। এটি মিশরের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোর অংশ।
মিশরীয় সংস্থাটি জানিয়েছে যে, মিশরস্যাট-২ এর উৎক্ষেপণ মিশরীয়-চীনা সহযোগিতা, বিশেষ করে মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে একটি মাইলফলক।
মিশরীয় স্পেস এজেন্সি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং মিশরীয় অঞ্চল থেকে স্যাটেলাইট তৈরি এবং উৎক্ষেপণের লক্ষ্যে কাজ করছে।