বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

স্বামী অভিষেক বচ্চনের সাথেও বেড়েছে ঐশ্বরিয়ার দূরত্ব
প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১:৫১ অপরাহ্ন

গত কয়েক মাস ধরেই বচ্চন পরিবারের সাথে নাকি সম্পর্কের অবনতি ঐশ্বরিয়া রায় বচ্চনের। শোনা গেছে, এমনিতেই শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা নন্দার সাথে আদায়-কাঁচকলায় সম্পর্ক ঐশ্বরিয়া। ওই কারণেই নাকি স্বামী অভিষেক বচ্চনের সাথেও বেড়েছে দূরত্ব তার।

তবে এই প্রথম নয়, ঐশ্বরিয়া সাথে বচ্চন পরিবারের সমীকরণ নিয়ে নানা রকম কথা আগেও শোনা গেছে। তবে ঐশ্বরিয়া বরাবরই ব্যক্তিগত জীবনকে রেখেছেন আড়ালে। কিন্তু পর পর এমন কিছু ঘটনা ঘটছে, যার ফলে ঐশ্বরিয়া সাথে বচ্চন পরিবার বিবাদের জল্পনা যেন দিন দিন আরো জোরাল হচ্ছে।

বেশ কয়েক মাস ধরেই ঐশ্বরিয়াকে হয় দেখা যাচ্ছে তার মা বৃন্দা রায়ের সাথে, নয়তো মেয়ে আরাধ্যার সাথে। সম্প্রতি বচ্চন পরিবারের দীপাবলির পূজাতেও অংশ নেননি তিনি। বরং মেয়েকে নিয়ে ছুটি কাটাতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। এবার বাবার বাড়ির ছবিই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। এমনিতে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় নন তিনি। শুধুমাত্র নিজের জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলোতেই পোস্ট করতে দেখা যায় তাকে।

সম্প্রতি পরোলোকগত বাবা কৃষ্ণরাজ রায়ের জন্মদিন পালন করলেন অভিনেত্রী। সেখানেও মা এবং আরাধ্যার সাথেই দেখা গেছে তাকে। কিন্তু কোথাও দেখা মেলেনি অভিষেক বচ্চনের। গত কয়েক মাস ধরেই যেন ছাড়া ছাড়া তারা। তবে কি এবার বাবার বাড়িতেই রয়ে গেলেন অভিনেত্রী! নাকি বাবার জন্মদিন উপলক্ষে গিয়েছেন বলেই বেশি দিন সময় কাটাচ্ছেন মায়ের সাথে। তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

তবে অভিষেকের সাথে তার দূরত্ব চোখে পড়েছে অনেকেরই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft