বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩ ফাল্গুন ১৪৩১
 

গোয়াতে বিয়ে করলেন মালবিকা রাজ
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৭:০৬ অপরাহ্ন

২০০১ সালের ১৪ ডিসেম্বর মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ফ্যামিলি ড্রামা ‘কাভি খুশি কাভি গাম’। এরইমধ্যে পেরিয়ে গেছে ২২ বছর।

এতো বছর পেরিয়ে গেলেও সেই সিনেমার ছোট্ট পূজাকে ভোলেনি সিনেপ্রেমীরা। সিনেমায় কারিনা কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিল খুদেশিল্পী।

আর দীর্ঘ ২২ বছর পেরিয়ে সেই ছোট্ট পূজা এখন সুদর্শিনী তরুণী। পূজার প্রকৃত নাম মালবিকা রাজ। সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।  

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, মালবিকার স্বামীর নাম প্রণব বাগ্গা। তিনি একজন ব্যবসায়ী। গোয়াতে জাঁকজমকেই হয় বিয়ের অনুষ্ঠান। ওয়েস্টিন গোয়াতে হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান।

বৃহস্পতিবার নিজের বিয়ের ছবি আপলোড করেছেন মালবিকা সামাজিকমাধ্যমে। ছবিগুলোর ক্যাপশনে মালবিকা রাজ লেখেন, ‘আমাদের হৃদয় ভালবাসা এবং কৃতজ্ঞতায় পূর্ণ। ’

জানা গেছে, চলতি বছরের আগস্টেই প্রণবের সঙ্গে বাগদান সেরেছিলেন মালবিকা। তুরস্কে হয়েছিল তাদের বাগদান অনুষ্ঠান।

প্রসঙ্গত, ‘কাভি খুশি কাভি গাম’ ছবি ছাড়াও মালবিকাকে দেখা গেছে অ্যাকশন ফিল্ম ‘স্কোয়াড’এ। সেখানে অভিনেতা ড্যানি ডেনজংপার ছেলে রিনজিন ডেনজংপাও-এর সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft