মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

নাটোরে বিশ্ব এইডস দিবস পালিত
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৫:৩৮ অপরাহ্ন

'কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ'-এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে।

আজ শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে নাটোর সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। 

এরআগে জেলা স্বাস্থ্য অফিস চত্বরে শোভাযাত্রা বের করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য বিধি যথাযথভাবে অনুসরণ করে এইডস এর সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এক্ষেত্রে সচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই। ধর্মীয় অনুশাসন মেনে জীবন-যাপনও এইডস থেকে রক্ষা পাওয়ার উপায়।

সভায় জানানো হয়, এ পর্যন্ত জেলায় ২ হাজার ১০০ ব্যক্তির রক্ত পরীক্ষা করা হলেও এইডস আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি।

সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন- সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. এ এস এম সাদেকুল হক। 

সভায় আরও বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. মো. রাসেল, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft