শনিবার ১ মার্চ ২০২৫ ১৬ ফাল্গুন ১৪৩১
 

বলিউড অভিনেত্রী আলিয়ার ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৬:৫৭ অপরাহ্ন

কয়েক সপ্তাহ আগেই সোশ্যাল মিডিয়াসহ সব মাধ্যমে ছড়িয়ে পড়ে দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানার একটি ‘আপত্তিকর’ ভিডিও। ওই সময় ভিডিওটি নিয়ে বেশ আলোচনা ও চর্চা হয়েছিল বিভিন্ন মাধ্যমে। মূলত অন্য এক নারীর মুখের ওপর বসানো হয়েছিল রাশমিকার মুখ। শেষ পর্যন্ত জানা যায় ভিডিওটি ছিল ডিপফেক।

রাশমিকার পরই এই ফাঁদে পড়েন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও কাজল। ‘টাইগার-৩’ সিনেমায় ক্যাটরিনার স্নানপোশাকের ছবিকে বিকৃত করে সোশ্যালে ছড়িয়ে দেয়া হয়েছিল ছবিটি। অন্যদিকে ভাইরাল হয় কাজলের একটি ভিডিও, যেখানে দেখা যায় ক্যামেরার সামনে পোশাক খুলছেন কাজল।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এসব ব্যাপারে ভারতে দাপুটে অভিনেতা থেকে আইনশৃঙ্খলা বাহিনী যখন তৎপর, ঠিক ওই সময় আরও একটি ‘আপত্তিকর’ ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার এর ভুক্তভোগী হলেন আলিয়া ভাট।

ছড়িয়ে পড়া ভিডিওতে আলিয়াকে একটি খোলামেলা পোশাকে দেখা গেছে। আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা গেছে। তবে ভিডিওটি ভালো করে দেখলে এটা স্পষ্ট যে, ভিডিওর নারী আসলে আলিয়া নন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে মূল ভিডিওতে আলিয়ার মুখ বসানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে রাশমিকার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, আমার যে ডিপফেক ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেটা নিয়ে কথা বলতে গেলেও ভীষণ খারাপ লাগছে। আমি খুবই ব্যথিত। এ ঘটনা আমার কাছে খুবই ভয়ের।

দক্ষিণী এই নায়িকা আরও লিখেছিলেন, একবার ভাবুন, আমি যদি এই সময় স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রী হতাম। আমার তো মাথা কাজই করতো না যে, এই পরিস্থিতি কীভাবে সামাল দেব। আমাদের সবার এই ধরনের সমস্যা নিয়ে কথা বলা উচিত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft