মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ে আশাবাদী বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৯:০২ অপরাহ্ন

মুখোমুখি দেখায় ১৭ টেস্টে জয় মোটে একবার। তারপরও নিউজিল্যান্ডকে সিরিজের দুই টেস্টেই হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্টের প্রথম বল।

সাকিব আল হাসান চোটের কারণে খেলছেন না। তামিম ইকবাল খেলছেন না ম্যাচ ফিটনেসের কারণে। লিটন দাস পারিবারিক কারণে এক মাসের ছুটি নিয়েছেন। দলের শক্তি তাতে অনেকটাই কমে গেছে। তারপরও আশা ছাড়ছেন না শান্ত। দুটি ম্যাচই জয়ে রাঙাতে চান শান্ত। 

তিনি বলেন, ‘দলে যে ভারসাম্য আছে আমি খুবই আশাবাদী যে এই দুইটি ম্যাচ খুবই ভালো করবে। যে পরিকল্পনা হয়েছে তা যদি বাস্তবায়ন করতে পারি, খুবই ভালো করা সম্ভব। আর এখানে যতগুলো খেলোয়াড় আছে এই দুটি ম্যাচ কীভাবে জিততে পারি ওই পরিকল্পনাই করেছি। কেউ নেগেটিভ চিন্তা করছে না। সবার বিশ্বাস যে এই দুইটা ম্যাচ আমাদের জেতা সম্ভব।’

প্রতিপক্ষ ও নিজেদের শক্তির জায়গা নিয়ে শান্ত বলেন, ‘নিউজিল্যান্ড খুবই ভালো দল। টেস্টে অনেক চ্যালেঞ্জিং ও শক্তিশালী। যেহেতু দেশের মাটিতে খেলা, স্পিন-শক্তি বা ব্যাটিং চিন্তা করলে আমরা অবশ্যই ভালো দল। পরিকল্পনা কাজে লাগালে এই দলকে হারানো সম্ভব।’

‘আমাদের যে বোলিং আক্রমণ আছে, আমরা দেশে জেতার মতো দল। আস্তে আস্তে সেই অভ্যাসও তৈরি করা দরকার। যেকোনো দলের বিপক্ষে হোমে ম্যাচ জেতা আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে। এরপর দেশের বাইরে কীভাবে অন্য দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, সেটা।’

এই সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ দল। হোম সিরিজ থেকে পয়েন্ট আদায়ের লক্ষ্যের কথা জানান টাইগার অধিনায়ক ‘আমরা প্রায় ১৪টি ম্যাচ খেলব। এ বছর দুটি, পরের বছর ১২টি। এ দুই বছর খুবই গুরুত্বপূর্ণ। যে ম্যাচগুলো দেশের মাটিতে হবে, এগুলো জেতা খুব জরুরি। দল হিসেবে এটাই প্রথম লক্ষ্য। সঙ্গে বাইরে কীভাবে ভালো খেলতে পারি, সেটা লক্ষ্য।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft