মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

কালকিনিতে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৬:২২ অপরাহ্ন

মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে ফাতেমা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

নিহত শিশু ফাতেমা (০৩) কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের এনায়েতনগর গ্রামের মোঃআল আমিন সরদারের মেয়ে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশু ফাতেমা সবার চোখ ফাঁকি দিয়ে একা খেলতে গিয়ে তার বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।অনেকক্ষন শিশু ফাতেমাকে না দেখে তার মা সোনিয়া বেগম খোঁজাখুজি শুরু করে।পরে পাশের বাড়ির এক ছেলে ফাতেমাকে পুকুরের পানিতে ভাসতে দেখে ফাতেমার মা সোনিয়া বেগমকে ডাক দিলে তিনি গিয়ে পানি থেকে ফাতেমাকে উদ্ধার করে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা শেষে ফাতেমাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান,শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা গিয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি।ঘটনাটি খুবই দুঃখজনক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft