শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
 

নাটোর লালদিঘি থেকে নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার
নাটির প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৬:০৬ অপরাহ্ন

নাটোর শহরের লালদিঘি থেকে নবাব আলী(৬০) নামে এক নাইট গার্ডের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের লালদিঘিতে থেকে ওই মরদেহ উদ্ধার করে উদ্ধারকারী কর্মীরা।

নিহত নবাব আলী(৬০) নাটোর শহরের কাঁঠালবাড়িয়া এলাকার মৃত আমির আলী ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নবাব আলী ১৫ বছর থেকে লালদিঘিতে নাইট গার্ড হিসেবে কাজ করে আসছিলেন। প্রতিদিনে মতো সোমবার ভোরে ফজরের নামাজ পড়ে তিনি দিঘিতে তিনি কাজে যান। এরপর থেকে নাইট গার্ড নবাব আলী নিখোঁজ হন। 

স্থানীয়রা সকাল ৭ টার দিকে ভাসমান নৌকা মাঝ দিঘিতে দেখতে পেয়ে দিঘির চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে না পেয়ে স্থানীয়রা দিঘির লিজ মালিককে বিষয়টি জানান। 

পরে তিনি ফায়ার সার্ভিস ও রাজশাহী ডুবুরি দলকে খবর দেন। ডুবুরিদল ঘটনাস্থলে এসে এক ঘন্টার চেষ্টায় লালদিঘি থেকে ওই নাইট গার্ডের মরদেহ উদ্ধার করেন।

নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, ঘটনাস্থল থেকে পুলিশ নাইট গার্ডের মরদেহটি উদ্ধার করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft