বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫ ২৮ ফাল্গুন ১৪৩১
 

ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা:
প্রকাশ: রোববার, ২৬ নভেম্বর, ২০২৩, ৬:১৬ অপরাহ্ন

চট্টগ্রামে ফটিকছড়িতে পুকুরে ডুবে তুমুর(৮) ও ওয়াজিহা(৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বক্তপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হিরাগাজি বাড়িতে এ ঘটনা ঘটে। 

তুমুর একই বাড়ির মরহুম আজমের কন্যা ও ওয়াজিহা জাহানপুর আব্দুর রশিদ সওদাগর বাড়ির মোহাম্মদ নাছিরের মেয়ে। তারা দুজন প্রথম শ্রেণির শিক্ষার্থী। 

জানা যায়- গত চল্লিশ দিন আগে আজম মারা যান। তার ঘরে চেহলামের আয়োজন চলছিল। এ সময় সবার অজান্তে আজমের কন্যা তুমুর এবং দাওয়াতে আসা ওয়াজিহা বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায়। তারা ফিরে না আসলে খোঁজাখুঁজি করেলে পুকুর ঘাটে সেন্ডেল ও কাপড় দেখে অনুমান করে পুকুরে খোঁজে তাদের দেহ পাওয়া যায়। 

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নুরুল হুদা বলেন- ঘটনাস্থলে অফিসার লিটন গেছে। দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft