বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪ ফাল্গুন ১৪৩১
 

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা আদায়
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৫:৫৩ অপরাহ্ন

মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে নিউ পপুলার বেকারি নামের একটি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা আদায় ও ১০ দিনের জন্য বেকারটি কে সিলগালা করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। 

তিনি জানান, মেহেরপুর বামনপাড়ায় অবস্থিত মুক্তার আলীর মালিকানাধীন নিউ পপুলার বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, খাবারে নিষিদ্ধ উপকরণ মেশানো ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি আরো জানান, একই সাথে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি বেশ কিছু খাবার নষ্ট করা হয়।আদালতের বিচারক সজল আহমেদ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান কালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদসহ মেহেরপুর জেলা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft