সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

যে কারণে ডিবি অফিসে তানজিন তিশা
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৭:৫১ অপরাহ্ন

ডিবি অফিসে গিয়েছিলেন অভিনেত্রী তানজিন তিশা। সোমবার দুপুরের পরে তিনি রাজধানীর ডিবি কার্যালয়ে যান তিনি। এসময় তিনি ডিবি প্রধান হারুন-অর-রশিদের সাথে দেখা করেন। এক ফেসবুক পোস্টের মাধ্যমে হারুন-অর-রশিদ জানান, ‘আইনগত সহায়তা পাওয়ার জন্য ডিবি কার্যালয় আসছিলেন অভিনেত্রী তানজিন তিশা।

পোস্টের সঙ্গে তিনি বেশ কয়েকটি ছবিও যুক্ত করেন। ছবিতে যেখা যাচ্ছে তানজিন তিশা এক পাতার একটি কাগজ তুলে দিচ্ছে ডিবি প্রধানের হাতে। অনুমান করা যাচ্ছে ডিবি প্রধানের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এই অভিনেত্রী। তবে ঠিক কার বিরুদ্ধে কি অভিযোগ সেটা তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি জানতে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও সাড়া দেননি। গেল ১৬ নভেম্বর আগে অসুস্থ হয়ে মধ্যরাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেত্রী।  তখন খবর বেরোয় ‘প্রেমঘটিত’ কারণে আত্নহত্যার চেষ্টা করেছেন তিনি। যদিও একদিনের মধ্যে সুস্থ হয়ে তিনি বাসায় ফেরেন। পরে ফেসবুক পোস্ট ও লাইভে এসে জানান, তিনি ফুড পয়জিং এর কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft