মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

আগামী ১ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাবে ‘অ্যানিমেল’
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৬:০৬ অপরাহ্ন

রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি বিশ্বব্যাপী আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে। এদিকে গুঞ্জন উঠেছে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও একই দিন মুক্তি পেতে পারে সিনেমাটি। আর সেই গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে আমদানি প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুনের এক পোস্ট।

গতকাল রোববার নির্মাতা অনন্য মামুন ‘অ্যানিমেল’ সিনেমার পোস্টারের সামনে তোলা নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘শুটিংয়ের জন্য ব্যবসা নিয়ে ভাবার সময় পাইনি, এখন একটু ব্যবসা নিয়ে ভাবতে হবে।’

এ ছাড়া আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আরও একটি পোস্ট করেন এ নির্মাতা। সেখানে রণবীর কাপুরের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
  
ভিডিওতে রণবীরকে বলতে শোনা যায়, আমি রণবীর কাপুর। আগামী ১ ডিসেম্বর থেকে আপনার কাছের সিনেপ্লেক্সে আমার সিনেমা ‘অ্যানিমেল’ দেখতে পাবেন।

অনন্য মামুনের ওই পোস্ট দুটো থেকেই ধারণা করা হচ্ছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ সিনেমাটি বাংলাদেশেও আসছে।
 
এদিকে তিন দিন আগেই শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমার শুটিং শেষ করেছেন এ নির্মাতা। সিনেমাটি নিয়ে ব্যস্ত থাকায় হিন্দি সিনেমা আমদানির বিষয়ে মনোযোগ দিতে পারছিলেন না তিনি।
  
সিনেমাটি বাংলাদেশে আসার বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি আমদানিকারক প্রতিষ্ঠান কিংবা তথ্য মন্ত্রণালয়ের তরফে। তবে সূত্রের মাধ্যমে জানা গেছে, সালমান খানের ‘টাইগার ৩’ সিনেমার মতো এটিতেও অনিশ্চয়তা রয়েছে।
 
‘অ্যানিমেল’ সিনেমাটিতে রণবীর ও অনিল কাপুর রয়েছেন পিতা-পুত্রের চরিত্রে। পর্দায় তাদের মধ্যকার জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে। এ ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও ববি দেওল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft