
শ্যারন স্টোন মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক ও সাবেক ফ্যাশন মডেল। অভিনয়ের জন্য তিনি পেয়েছেন গোল্ডেন গ্লোব পুরস্কারসহ আরও অনেক সাফল্যমন্ডিত পুরস্কার। এবার জানা গেল খ্যাতিমান এই অভিনেত্রীও নাকি যৌন হেনস্তার শিকার হয়েছিলেন।
সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, জনপ্রিয় এই অভিনেত্রী আশির দশকে যৌন হয়রানির শিকার হয়েছিলেন।
নিজের জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘তখন কেবলমাত্র সিনে জগতে পা দিয়েছেন তিনি। কাজের সুবাদে লস অ্যাঞ্জেলেসে এসেছেন। ঘটনা ঘটে সেসময়েই।’
অভিনেত্রী বলেন, ‘লস অ্যাঞ্জেলেসে আসার কয়েকদিন পর সনি পিকচারের নির্বাহী তাকে অফিসে ডাকেন। নতুন কাজের সুযোগ পাওয়ার আশায় তিনি সেখানে যান। তার পরনে ছিল জ্যাকেট ও ডেনিম স্কার্ট।
শ্যারন বলেন, ‘অফিসে গেলে নির্বাহী তার অনেক প্রশংসা করেন, বলেন, তোমার মতো মেয়ে গত কয়েক দশকে আমরা পাইনি। তুমি সত্যিই অসম্ভব সুন্দর। এসব বলতে বলতে তিনি হঠাৎ আমার সঙ্গে আপত্তিকরণ আচরণ শুরু করেন।’
তবে শ্যারন ঐ নির্বাহীর নাম প্রকাশ করেননি। অভিনেত্রী বলেন, ‘তার এই আচরণ আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি অবাক বিস্ময়ে বসেছিলাম। পরে অফিসের একজন কর্মকর্তা আমাকে বাইরে নিয়ে যান।’
কিন্তু এতো বছর পর এই ঘটনা প্রকাশ্যে আনার কারণ কী? শ্যারন অবশ্য কারণ হিসেবে বলেন, ঘটনাটি যে সময়ের তখন যৌন হেনস্তার অভিযোগ তেমন কেউ অমলে নিতেন না।
সেসময় সবাই মনে করতেন বিনোদনের জগতে অভিনেত্রীদের সঙ্গে এমন কিছু হওয়া অস্বাভাবিক নয়। এরপর থেকে শ্যারন ঐ পিকচারের কোনো কাজ পাননি।
‘ক্যাসিনো’ ছবির জন্য অস্কারের মঞ্চে মনোনয়নও অর্জন করেছিলেন শ্যারন স্টোন। তবে জনপ্রিয় সব ছবিতে কাজ করার আগে হলিউডে পা রেখেই বড় ধাক্কা খেয়েছিলেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, শ্যারন স্টোনের উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ক্যাসিনো, স্লিভার, দ্য স্পেশালিস্ট, দ্য কুইক অ্যান্ড দ্য ডেড, ইফ দিজ ওয়াল্স কুড টক ২, ক্যাটওম্যান, ব্রোকেন ফ্লাওয়ার্স, আলফা ডগ, ববি, লাভলেসসহ আরও সিনেমা রয়েছে তার ঝুলিতে।