বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মশালা
সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবসমাজের আসক্তিরোধে গণমাধ্যমের ভূমিকা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৮:১৭ অপরাহ্ন

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নুরুন নাহার হেনা বলেন, ‘বর্তমান বিশ্বায়নের যুগে সামাজিক গণমাধ্যমের গুরুত্ব অনিস্বীকার্য। তবে, সাম্প্রতিক বিভিন্ন জরিপে তরুণসমাজের ওপর সামাজিক গণমাধ্যমের নেতিবাচক প্রভাব পড়ছে। 

এই ক্ষতিকারক প্রভাব থেকে পরিত্রাণের জন্য পারিবারিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। বাংলাদেশে গণমাধ্যমে এ বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান যত আয়োজন করা হবে ততই এর উপকার আমাদের সমাজে বর্তিত হবে। 

গতকাল বুধবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবসমাজের আসক্তি রোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন।

ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার

ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার


জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নুরুন নাহার হেনার সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মুনজুরুল আহসান বুলবুল। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. আবু ইউছুফ, অ্যাডিশনাল এসপি (মিডিয়া), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-(পিবিআই) হেডকোয়ার্টার্স, ঢাকা। 

আলোচকবৃন্দ বলেন, সামাজিক যোগাযোগ মধ্যমে অতিমাত্রায় আসক্তির ফলে যুবসমাজের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ব্যাহত হচ্ছে। সামাজিক গণমাধ্যমে অতি আসক্তির ফলে যুবসমাজের মূল্যবোধের অবক্ষয় আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। 

কর্মশালায় বক্তারা নৈতিক মূল্যাবোধের উৎকর্ষ সাধনের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে গণমাধ্যমের আরো কার্যকর ভূমিকার ওপর গুরুত্বরোপ করেন। ইনস্টিটিউটের পরিচালক (প্রশি. অনু.) ড. মো. মারুফ নাওয়াজ-এর সঞ্চালনায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক কর্মশালার পরিচালক, উপপরিচালক  সুমনা পারভীন ও সহকারী পরিচালক সাইফুন্নাহার কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft