রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেল বক্সিং ট্যালেন্ট হান্ট ক্যাম্প উদ্বোধন
প্রকাশ: রোববার, ৬ আগস্ট, ২০২৩, ৮:৪৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আ্যামেচার বক্সিং ফেডারশেনের উদ্যেগে তৃণমূল পর্যায়ে শেখ রাসেল বক্সিং ট্যালেন্ট হান্ট ক্যাম্প-২০২৩ উদ্বোধন করা হয়েছে। 

রোববার (৬ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পুরাতন ষ্টেডিয়ামে চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির আয়োজনে  প্রধান অতিথি হিসেবে ১০ দিনব্যাপী ক্যাম্পের উদ্বোধন করেন-একাডেমি সভাপতি ও পুলিশ সুপার ছাইদুল হাসান। ক্যাম্পে ১২-১৬ বছর বয়স ক্যাটাগরির ৪০ জন মেয়ে ও ২০ জন ছেলে অংশ নিচ্ছে। 

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন-সহ-সভাপতি অধ্যক্ষ আতিকুর রহমান, অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা,রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটি সদস্য সচিব মনিরুজ্জামান মনির প্রমুখ। 

বক্তরা শিশু-কিশোরদের জীবন গঠনে ক্রীড়ার ভূমিকা, মাদক ও স্মার্টফোনের মত ইলেকট্রনিক ডিভাইস থেকে শিশুদের দূরে রাখা ও দীর্ঘদিন যাবৎ অচল হয়ে পড়া চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াঙ্গন আবারও প্রাণবন্ত করার উপর গুরত্বারোপ করেন। 

বক্তারা এসব ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের পাশাপাশি সমাজের সকলের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা বিশেষ করে শিশু-কিশোরদের খেলাধুলোয় আগ্রহী করে তুলতে সহযোগিতার জন্য চাঁপাইনবাবগঞ্জের নারী অভিভাবকদের প্রচেষ্টার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্সিং প্রদর্শণ করে জাতীয় বক্সিং দলের সদস্যসহ একাডেমির দু’জন মেয়ে ও দু’জন ছেলে বক্সার। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্সিং একাডেমির শিশু-কিশোর বক্সারদের টি-শার্ট উপহার দেন।

অনুষ্ঠানে ক্রীড়াবিদ, ক্রীড়ামোদী, সংগঠক সহ উর্ধ্বোতন পুলিশ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft