মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

বঙ্গোপসাগরে ২টি ট্রলারডুবি উদ্ধার ২৮ জেলে
পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ৬:২৮ অপরাহ্ন

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ২৯ জেলেসহ দু’টি মাছ ধরা ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় ২৮ জনকেই উদ্ধার করা হয়েছে। এফবি জোবায়ের ট্রলারের রবিউল নামে অপর জেলে নিখোঁজ রয়েছে। 

ডুবে যাওয়া ট্রলার ও জাল উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলেদের বাড়ি রাঙ্গাবালী উপজেলার কাজীকান্দা ও মৌডুবী গ্রামে।

গত শুক্রবার দুপুরের দিকে উওাল ঢেউয়ের তান্ডবে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। মহিপুরের জেলেরা জানান, রাঙ্গাবালী উপজেলার মৌডুবীর রশির মেম্বারের এফবি মুনিয়া ট্রলারটি সমুদ্রে ঢেউয়ের তান্ডবে ডুবে যায়। 

কাছাকাছি থাকা অন্য মাছ ধরা ট্রলারে ডুবে যাওয়া ট্রলারের ১৪ জেলেকে উদ্ধার করে মহিপুরে নিয়ে আসে। কিন্তু ট্রলার উদ্ধার করা সম্ভব হয়নি। 

এফ বি জোবায়ের ট্রলারের মালিক ইলিয়াস মৃধা জানান, গতকাল শুক্রবার সকাল ১২টার দিকে জাল ফেলার সময় আকস্মিক ঝড় এবং উত্তাল ঢেউয়ের তোরে ট্রলার ডুবে যায়। 

এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। মহিপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির কর্তৃপক্ষ জানান, সমিতির ট্রলার দুটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি, তবে উদ্ধারের প্রক্রিয়া চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পটুয়াখালী   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft