সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

গুলিস্তানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ৪
প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ১০:১৫ অপরাহ্ন

আজ শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যার দিকে সমাবেশ শেষে ফেরার পথে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। 

নিহত ব্যক্তির নাম জানা যায়নি। আহতরা হলেন, মো. আরিফুল (১৮), মো. জোবায়ের (১৮), মো. রনি (৩২), মো. মোবাশ্বের (১৮)।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সন্ধ্যার পর গুলিস্তানে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে এসেছে এবং চার জন আহত অবস্থায় এসেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, গুলিস্তানে সম্ভবত আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। কারণ নয়াপল্টনে বিএনপি কর্মীদের গুলিস্তান হয়ে ফিরতে দেয়া হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft