বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 

আসছে আফরান নিশোর নতুন ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’
প্রকাশ: রোববার, ১৬ জুলাই, ২০২৩, ৯:০৭ অপরাহ্ন

এই ঈদে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত প্রথম ছবি ‘সুড়ঙ্গ’। মুক্তির পর থেকে সাড়া ফেলেছে রায়হান রাফী পরিচালিত এ ছবিটি। সেই আলোচনার মধ্যে অভিনেতা নিশোর নতুন ওয়েব সিরিজের খবর পাওয়া গেল।

জানা গেছে, আফরান নিশো অভিনীত নতুন ওয়েব সিরিজটির নাম ‘সাড়ে ষোল’, যেখানে তিনি আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। ১৭ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর পর্দায় দেখা যাবে সিরিজটি। যেটি পরিচালনা করেছেন ইয়াসির আল হক।

রবিবার বিকেলে আফরান নিশোর এই ওয়েব সিরিজটির লুক প্রকাশ করে হইচই কর্তৃপক্ষ। সংবাদ বিজ্ঞপ্তিতে হইচই জানায়, নিশোর সাবলীল অভিনয় এই সিরিজটিকে বিনোদন জগতে একটি সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করতে পারে।

এর আগে মরীচিকা, রেডরাম, কাইজার ওয়েব সিরিজগুলোতে অভিনয় করেছিলেন। এবার তিনি ‘সাড়ে ষোল’ করছেন। জানা যায়, এতে স্বনামধন্য এক রিয়েল এস্টেট কোম্পানির পক্ষে হাইপ্রোফাইল মামলা লড়ার আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। চরিত্রের নাম রেজা।

ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’র পরিচালক ইয়াসির আল হক বলেন, এটি আমার প্রথম ওয়েব সিরিজ এবং আমি ওটিটিতে অভিষেকের জন্য হইচই’র সাথে কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আসলে কোন শব্দই আমার এই উত্তেজনা সঠিকভাবে প্রকাশ করতে পারবে না।

গল্পে আইনজীবী রেজার গল্প বলা হয়েছে। তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেসটির শুনানিতে যাবার আগের রাতে জীবন একটি জটিল মোড় নেয়।

আফরান নিশো বলেন, রেজা অত্যন্ত বুদ্ধিমান এবং সফল আইনজীবী, পাশাপাশি সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান। এটি এমন একটি চরিত্র যা আমাকে খুব আকর্ষণ করেছে এবং আমাকে রেজা হিসাবে দেখার পর দর্শকদের কী প্রতিক্রিয়া হয় তা জানার জন্য আমি অপেক্ষা করছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft