শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
 

রাজশাহীত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আরও সংঘর্ষের আশঙ্কা
নজরুল ইসলাম জুলুঃ
প্রকাশ: রোববার, ৪ জুন, ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ৪ জুন, ২০২৩, ১:১৪ অপরাহ্ন

রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী আশরাফ বাবু ও তহিদুল হক সুমনের সমর্থকদের মধ্যে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

গতকাল শনিবার (৩রা জুন) রাতে রাজশাহী নগরীর শিরোইল কলোনিতে এই ঘটনা ঘটে। এতে কাউন্সিলর প্রার্থী আশরাফ বাবুসহ তিনজন আহত হয়েছেন।

আহত অপর দুইজন হলেন, কাউন্সিলর প্রার্থী ও মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ বাবু সমর্থক রেজাউল করিম রেজা (৪২) ও জয় হোসেন (৩২)। 

আহত তিনজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা তিনজনই ছুরিকাঘাতে আহত হয়েছেন।

মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (হেড-কোয়াটার) সাইফুদ্দিন শাহিন বলেন, পোস্টার লাগানোকে কেন্দ্র করে সন্ধ্যায় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে কাউন্সিলর প্রার্থীসহ অন্যদের ওপর হামলা চালানো হয়। সেখানে তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় ছুরিকাঘাতে প্রার্থীসহ তিনজন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ বিষয়ে কাউন্সিলর প্রার্থী আশরাফ বাবু বলেন, আমাদের এলাকায় গ্যাঞ্জাম দেখে আমি সেখানে যাই। সুমনের সমর্থকরা আমার সমর্থকদের ওপর হামলা চালায়। সেটি দেখে আমি তাদেরকে থামাতে যাই। তারা আমাদের ওপর ছুরি চালায়। এতে আমার হাতের রগ কেটে গেছে।

অপর কাউন্সিলর প্রার্থী নগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হক সুমন পাল্টা অভিযোগ করে বলেন, আমার সমর্থকদের ওপরও হামলা হয়। আমার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে। আশরাফ বাবুর ছেলে সরাসরি অস্ত্র নিয়ে হুমকি দেখিয়েছে।

তিনি বলেন, বাবু আমার বিরুদ্ধে ফেসবুকেও অপপ্রচার চালায়। আমি মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। আমি নির্বাচন কমিশনে অভিযোগ করবো।

সূত্র বলছে প্রায় কম বেশী সব ওয়ার্ডে সংঘর্ষ আশঙ্কা রয়েছে। তবে থানা পুলিশের আগে থেকেই এই সমস্ত তথ্য থাকার পরও আগাম প্রস্তুতি নেই । তফসিল ঘোষণার পর থেকে পুলিশের কাছে তথ্য থাকলেও এখন পর্যন্ত কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা যায়নি। এটাকে পুলিশের অবহেলা বলেই মনে করছেন নগরবাসী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft