প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৫:২৪ অপরাহ্ন

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন আম বাগান পরিদর্শন করেছেন।
সোমবার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মুক্ত খামারের আমন্ত্রণে এ সফরে আসেন তিনি। এসময় আমপাড়ার পদ্ধতি দেখে মুগ্ধ হন।
এ সময় তার সফরসঙ্গী ছিলেন সুইডিশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আন্না এসভেন্টসন, হেড অব অ্যাডমিন জ্যাকব ইটাট, ইন্টার্ন লিন ডাভরিন।
স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মুক্ত খামার জানান, সোমবার(২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে মুক্ত খামার পরিচালিত কাউ ফাউন্ডার ইনিশিয়েটিভ (সিএফআই) প্রকল্পসহ খামারের আমন্ত্রণে সুইডেনের রাষ্ট্রদূত সে দেশের পতাকাবাহী গাড়িতে বাগাতিপাড়ায় আসেন।
এসময় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা সরকার ফুলেল শুভেচ্ছা জানান সুইডেনের রাষ্ট্রদূতকে।
এসময় তিনি নিজে ভ্যানগাড়ি চালান। পরে তিনি উপজেলার নওশেরা গ্রামে অবস্থিত ব্রিটিশ শাসনামলের নির্মিত নীলকরের স্মৃতিচিহ্ন কলকুঠির পরিদর্শন করেন।
এরপর মুক্ত খামারের কার্যক্রম ও খামারি সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
মুক্ত খামারের পরিচালক আরিফুল ইসলাম কনক জানায়, সুইডেনের সিএফআই এবং তাদের যৌথ বিনিয়োগে মুক্ত খামার পরিচালিত হয়ে থাকে। মূলত তাঁরা সেই প্রকল্পটি সরেজমিনে দেখতে এসেছেন। এই প্রকল্পের কার্যক্রম কিভাবে আরও বাড়ানো যায় সেই বিষয়গুলো তাঁরা পরিদর্শন করতে এসেছেন।