শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
 

ফরিদপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৪:৫৬ অপরাহ্ন

ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় বেলুন ও ফেষ্টুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন-জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার। 

এরপর বর্ণাঢ্য এক র‌্যালী জেলা প্রশাসক অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। 

র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো: লিটন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো:কামরুল আহসান তালুকদার।

অনুষ্টানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ডিজিটাল ভুমি সেবার বিভিন্ন দিক তুলে ধরেন সহকারী কমিশনার ভুমি মো: জিয়াউর রহমান।

পরে আলোচনায় অংশ নেন-অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসাইন, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী,  পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান শামীম, পৌর ভুমি কর্মকর্তা উত্তম দত্ত, স্কুল ছাত্রী ফারিয়া হোসেন মেধাসহ অন্যান্যরা। 
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-সহকারী কমিশনার দীপজন মিত্র।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ফরিদপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft