শুক্রবার ১৪ মার্চ ২০২৫ ২৮ ফাল্গুন ১৪৩১
 

কালীগঞ্জে ফেনসিডিল সহ স্বামী-স্ত্রী আটক
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৫:২৪ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজার এলাকা থেকে ফেনসিডিল সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। 

শুক্রবার রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। 

আটককৃতরা হলেন-উপজেলার চাপরাইল এলাকার মৃত শুকুর আলী বিশ্বাসের ছেলে আবুল কাশেম (৫১) ও তার স্ত্রী সাবেক ইউপি সদস্য রহিমা বেগম (৪৮)।  

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, শুকবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চাপরাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই হুমায়ুন কবির ও কাবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। 

এসময় তাদের হেফাজতে থাকা ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এর আগে আটক শুকুর আলী বিশ্বাসের নামে একটি ও তার স্ত্রী রহিমা বেগমের নামে ৩টি মাদকের মামলা রয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কালীগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft