সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
 

ওয়ানডেতে তামিমের পর ‘৭ হাজারের’ ক্লাবে সাকিব
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৩:৫৩ অপরাহ্ন

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ শেষ করেও বিশ্রামের সুযোগ মেলেনি বাংলাদেশ দলের। এবার আতিথ্য দিতে হচ্ছে আয়ারল্যান্ড দলকে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ থেকে মাঠে গড়িয়েছে। আর সেখানে খেলতে নেমেই আরো একটি মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। 

বিতর্ক পেছনে ঠেলে সাকিব ছুটে চলেছেন নিজস্ব গতিতে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে ২৪ রান করার মধ্যে দিয়ে সাকিব পৌঁছে গেছেন ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলকে। কার্টিস ক্যাম্পারের বলকে মিড অনে পাঠিয়ে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই এলিট ক্লাবে নাম লেখালেন তিনি। 

এই ক্লাবে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব। তার আগে এই মাইলফলক স্পর্শ করে প্রথম বাংলাদেশী হিসেবে রেকর্ড গড়েছিলেন তামিম। ২৩৩ ওয়ানডে খেলে তামিম ১৪টি সেঞ্চুরি ও ৫৫টি ফিফটিতে করেছেন ৮১৪৬ রান। এদিকে মুশফিকুর রহিমের রান এখন ৬৯০১, ৭ হাজারের ক্লাবে ঢুকতে লাগবে আর মাত্র ৯৯ রান।

সাকিব ৭ হাজার রান করেছেন ২২৮টি ওয়ানডে খেলে। যেখানে সেঞ্চুরি করেছেন ৯টি ও ফিফটি ৫২টি। আর মুশফিক ২৪২ ম্যাচ খেলে ৮ সেঞ্চুরি ও ৪৩টি ফিফটিতে করেছেন ৬৯০১ রান।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft