মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
 

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের আনন্দময়ী বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৩:৩৮ অপরাহ্ন

নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের জন্য মথুরাপুর সৈয়দ জামিল হাসান আনন্দময়ী প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করা হয়েছে। 

শনিবার দুপুরে বিদ্যালয়ের ফলক উন্মেচনের উদ্বোধন করেন ইনিসিয়েটিভ ফর স্যোসাল চেঞ্জ (আইএসসির) সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারী। 

পরে বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন-ইনিসিয়েটিভ ফর স্যোসাল চেঞ্জের সদস্য সিথী সালমা খান। সম্ভুপুর আদিবাসী সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট এর অর্থায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-পত্নীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ইনিসিয়েটিভ ফর স্যোসাল চেঞ্জের নির্বাহী পরিচালক অনিক আসাদ, ইনিসিয়েটিভ ফর স্যোসাল চেঞ্জের পরিচালক অপারেশনস আবুল হাসনাত, বিডিওর নির্বাহী পরিচালক আখতার হোসেন, নওগাঁ জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক সুবাস চন্দ্র হেমব্রম প্রমুখ বক্তব্য রাখেন। 

পত্নীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম বলেন, সমাজে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিশুদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মহৎ কাজটি করা হয়েছে। এই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় থাকলেও শুধুমাত্র এই ওয়ার্ডে কোন প্রাথমিক বিদ্যালয় ছিল না।

দীর্ঘ প্রতিক্ষার পর আমাদের আশা পুরুন হয়েছে। ইনিসিয়েটিভ ফর স্যোসাল চেঞ্জের নির্বাহী পরিচালক অনিক আসাদ বলেন, যে জাতি নিজের ভাষার জন্য প্রাণ দিয়েছে সে জাতি তার সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জনগোষ্টির নিজস্ব ভাষা শিক্ষার অধিকার অর্জন করুক। এই অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু হলো।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নওগাঁ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft