রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
 

রৌমারীতে নিখোঁজের একদিন পর ছাত্রের লাশ উদ্ধার
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২৪ অপরাহ্ন

কুড়িগ্রামের রৌমারীতে নিখোঁজের একদিন পর খালের পানি থেকে মাহিম মিয়া (৮) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। 

সোমবার বিকালের দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। মাহিম গয়টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। 

সে ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে। পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মাহিম গত রবিবার স্কুল ছুটি শেষে দুপুরের দিকে বাড়ি ফিরে এসে পরিবারের সবার অজান্তে খালে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। 

পরে পরিবার ও আশেপাশের লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায় তার পড়নের হাফপ্যান্ট ওই খালের কিনারে দেখতে পায়। এতে পরিবারের লোকজনের সন্দেহ হয় সে পানিতে ডুবে মারা গেছে। 

নিখোঁজের একদিন পর সোমবার বেড় জাল দিয়ে ওই খালে টান দিলে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা আমিনুল ইসলাম একটি সাধারণ ডায়রী করেন রৌমারী থানায়। 

তার অকাল মৃত্যুতে গ্রামে শোকের মাতম সৃষ্টি হয়েছে। রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার বলেন, পানিতে ডুবে স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কুড়িগ্রাম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft