বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 

একুশে পদক ২০২৩: অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মহানুভবতার দৃষ্টান্ত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২২ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক গুণাবলি এর আগেও বহুবার দেখা গেছে। সোমবার একুশে পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে মানবিক দৃষ্টান্তের আরও একটি নজির দেখা গেল।

ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য মনযূর-এ-খুদাকে হুইলচেয়ারে যখন মঞ্চে আনা হয়, প্রধানমন্ত্রী লক্ষ করেন ওনার পা যথাস্থানে নেই। তখন তিনি হুইলচেয়ারের ফুটরেস্টটি নিজ হাতে ঠিক করে দেন।

সোমবার (২০ ফেব্রয়ারি) সকালে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘একুশে পদক-২০২৩’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি মানবিকতার এমন দৃষ্টান্ত স্থাপন করেন।

পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই ভিডিওটি শেয়ারও করেছেন। নেটিজেনরা প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন।

এই ভিডিও শেয়ার করে রাজনৈতিক গবেষক ও শিক্ষক মোহাম্মদ এ আরাফাত লিখেছেন, ‘হ্যাঁ, আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী পারেন, পারেন অন্যকে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে। আপনার কাছ থেকে আমাদের শেখার আছে অনেক। ভালোবাসা এবং অতল শ্রদ্ধা জানাই আপনাকে।’

এনাম হুসাইন চৌধুরী নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার এই মানবিক গুণের জন্যই তিনি অনন্য, অন্যদের চেয়ে সেরা। এই ছোট্ট ভিডিওতে কোনো কৃত্রিমতা নেই, ছবি তোলার জন্য প্রাক প্রস্তুতিও নয়। নিজের মানবিক কর্মগুলো খুবই স্বাভাবিক সহজভাবে ফুটিয়ে তুলেছেন। শেখ হাসিনা তার কাজে সস্তা জনপ্রিয়তা নয়, নিজেকে অনেক উঁচুতে তোলার অভিপ্রায়ে নয়, কিন্তু স্বাভাবিক কর্মেই নিজের অজান্তে সবাইকে ছাড়িয়ে অনেক উপরে উঠে যান। তাইতো শেখ হাসিনার বিকল্প তিনি নিজেই।’


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft