শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

পা দিয়ে লিখে এইচএসসি পাস করলেন জসিম
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫৭ অপরাহ্ন

দিনমজুর কৃষক বাবার ছেলে জসিম মাতুব্বর। জন্মের পর থেকেই তার দুটি হাত নেই। তারপরও অদম্য জসিমকে রুখতে পারেনি কোনও বাধা। পা দিয়ে লিখেই এইচএসসি পরীক্ষায় ৪.২৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন জসিম মাতুব্বর। লেখাপড়া শেষ করে মানুষ গড়ার কারিগর শিক্ষক হতে চান তিনি।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে জসিম মাতুব্বর পাসের বিষয়টি নিশ্চিত করেছেন।

জসিম ফরিদপুরের নগরকান্দা উপজেলার কদমতলী গ্রামের উত্তরপাড়ার দরিদ্র কৃষক হানিফ মাতুব্বরের ছেলে। লেখাপড়ার পাশাপাশি স্থায়ীভাবে নগরকান্দা বাজারে পা দিয়ে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন তিনি।

জসিম মাতুব্বর বলেন, ফরিদপুর সিটি কলেজের বিএম শাখা থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে ৪.২৯ পেয়ে এইচএসসি পাশ করেছি। পড়ালেখা শেষ করে পরিবারের দায়িত্ব কাঁধে নিতে চাই।আমার স্বপ্ন লেখাপড়া শেষ করে শিক্ষক হবো।

জসিম মাতুব্বরের বাবা হানিফ মাতুব্বর বলেন, জসিম বেশ মেধাবী। জসিম জন্মের পর থেকেই তার দুটি হাত নেই। স্বাভাবিক চলাফেরাও ঠিকমত করতে পারে না। বাবা হিসেবে তার এ সাফল্যে আমি গর্বিত।

নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন, জসিম মাতুব্বর খুবই মেধাবী শিক্ষার্থী। তার প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করবো।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft