মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ ১৩ শ্রাবণ ১৪৩২
 

সারাদেশে সাংবাদিক হয়রানির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০১ অপরাহ্ন

দেশের প্রথম সারির গণমাধ্যম সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ এবং একই প্রতিষ্ঠানের রংপুর অফিসের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সর্বস্তরের সাংবাদিকবৃন্দ ও সুধিজনের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে মানববন্ধনে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন-“ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সিনিয়র
সহ-সভাপতি ও ফাইনাল সিয়াল এক্সপ্রেস এর নিজস্ব প্রতিনিধি জসিম উদ্দিন, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, যুগ্ম সাধারন সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল, “সাংস্কৃতি ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোজ্জামেল চৌধুরী।

সুশিল সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন, “সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ও সমকালের স্টাফ রিপোর্টার আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া নাগরিক ফোরামের সভাপতি ও এটিএন নিউজের ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাইটিভির প্রতিনিধি আ.ফ.ম কাউছার এমরান, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ, ডেইলি পোস্ট এর প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ আকরাম, ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার বর্দ্ধন, সদর
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু হুরায়রাহ, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, নদীনিরাপত্তা সংগঠন নোঙরের সভাপতি শামিম আহমেদ।

এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকরা মামলা প্রত্যাহার ও প্রতিবাদ জানিয়ে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,“বাংলা ভিশনের প্রতিনিধি আশিকুল ইসলাম,“ কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, একাত্তর টিভির প্রতিনিধি জালাল উদ্দীন রুমি, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি শাহদাৎ হোসেন, ডেইলি স্টার ও নিউজ টুয়েন্টিফোর এর প্রতিনিধি মাসুক হৃদয়, আরটিভি প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, দেশটিভি প্রতিনিধি মেহেদী নূর পরশ, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি আশেক মান্নান হিমেল, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি খন্দকার রায়হান, দৈনিক মানব কন্ঠের প্রতিনিধি খন্দকার শফিকুল আলম, ডেইলি বাংলাদেশ এর প্রতিনিধি চয়ন বিশ্বাস, রাইজিং বিডি প্রতিনিধি মাঈন উদ্দিন রুবেল ও জেলা ছাত্রমৈত্রির সভাপতি ফাহিম মুনতাসির। সাংবাদিক হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন-সময় টিভির ব্রাহ্মণবাড়িয়ার বুরো প্রধান উজ্জল চক্রবর্তী।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “দেশের প্রথম সারির গণমাধ্যম সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ এবং একই প্রতিষ্ঠানের রংপুর অফিসের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাতের আধারে ফলাফল প্রকাশ করা হলে সেই সংবাদ সময় টেলিভিশনে প্রচার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এই মামলার তথ্য যাচাই এর নামে দেশের খ্যাত নামা সাংবাদিক মুজতবা দানিশ তার পরিবার ও রংপুরের রতন সরকারকে পুলিশ নানাভাবে হয়রানি করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

পাশাপাশি সারাদেশে সাংবাদিক নির্যাতন হয়রানির বিরুদ্ধে আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করে বলেন,“ আইনমন্ত্রী বলেছেন, “ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সাংবাদিককে মামলা দিয়ে হয়রানি করা হবে না। কিন্তু বাস্তবে এই কথার উল্টো চিত্র আমরা দেখছি। সারাদেশে দেখা যাচ্ছে সাংবাদিকদের থামিয়ে দেয়ার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়া হচ্ছে। যতই আইনকরা হোক না কেন দেশের সাংবাদিকদের আটকানো যাবেনা। আমরা এ ব্যাপারে প্রধানমন্ত্রী আপনার হস্তক্ষেপ কামনা করছি।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়িয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft