মঙ্গলবার ৮ এপ্রিল ২০২৫ ২৫ চৈত্র ১৪৩১
 

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় দুই গৃহবধূর আত্মহত্যা
সিরাজগঞ্জ সংবাদদাতা :
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৪:০৭ অপরাহ্ন

সিরাজগঞ্জে অভিমানে ও পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে দুই গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

রবিবার সকালে সদর উপজেলার চক শিয়ালকোল ও শনিবার রাতে একই উপজেলার বহুলী ইউনিয়নের চর পদুমপাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, সিরাজগঞ্জ জেলা শহরের হোসেনপুর মহল্লার তারেকের স্ত্রী ও চক শিয়ালকোল গ্রামের সামিদুল ইসলামের মেয়ে সাদিয়া (১৯) এবংসদর উপজেলার বহুলী ইউনিয়নের চর পদুমপাল গ্রামের শহীদুল ইসলামের স্ত্রীতারা ভানু (৪০)।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক রেজাউল ইসলাম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, রবিবার সকালে পারিবারিক কলহের জেরে অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সাদিয়া। 

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন। 

অন্যদিকে বহুলীর চর পদুমপাল গ্রামে শনিবার গভীর রাতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তারা ভানু (৪০)। খবর পেয়ে রবিবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft