মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ ৪ চৈত্র ১৪৩১
 

পায়ের গোড়ালিতে ফের চোট, নেইমার কি আর বিশ্বকাপে মাঠে নামতে পারবেন?
প্রকাশ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ১২:৪২ অপরাহ্ন

সার্বিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপের ম্যাচে রেকর্ড ফাউলের শিকার হয়েছেন নেইমার জুনিয়র। ডান পায়ের গোড়ালিতে মারাত্মক চোট পাওয়া এ ব্রাজিলিয়ান তারকা কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছেন। এদিকে, ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, নেইমার যে ধরনের চোট পেয়েছেন, তা সারিয়ে তুলতে সময় লাগে। তাহলে কাতার বিশ্বকাপে কি আর মাঠে নামা হচ্ছে না নেইমারের?

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) লুসাইল স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। তবে জয়ের আনন্দ স্থায়ী হয়নি সেলেসাও শিবিরে। কারণ তাদের তারকা ফুটবলার নেইমার মারাত্মক চোটে পড়েছেন। ধারণা করা হচ্ছে, শেষবারের মতো বিশ্বকাপ খেলতে আসা নেইমারের ইনজুরি এতটাই গুরুতর যে, তিনি দলের হয়ে বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না।

খেলার ৮০ মিনিটে মাঠ থেকে নেইমারকে তুলে নেন ব্রাজিলের কোচ তিতে। নেইমার যখন ম্যাচ শেষে সাইডবেঞ্চে বসে ছিলেন, তখনই তার চোখে-মুখে স্পষ্ট হয়েছে ইনজুরির যন্ত্রণা। দল যখন জয় উদ্‌যাপনের অপেক্ষা করছিল, তখন ব্রাজিলের মেডিকেল টিম তার প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিল।

তবে ব্রাজিলের কোচ নেইমারের চোটকে তেমন গুরুত্বের সঙ্গে দেখছেন না। তিনি বলেছেন, ‘নিশ্চিত থাকতে পারেন সে বিশ্বকাপে খেলবে।’ ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, তবে এতটা নিশ্চিন্ত থাকলে হবে না। কারণ পায়ের গোড়ালিতে পাওয়া চোট থেকে সারতে বেশ সময়ও লাগতে পারে। তারা জানিয়েছে, চোট কতটা মারাত্মক তা নিশ্চিত হতে সেরে উঠার সময়টার উপর নির্ধারণ করা যায়।

২০১৮ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচেও ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। এদিকে নেইমারের চোট কতটা গুরুতর তা প্রায় ৪৮ ঘণ্টা পর বোঝা যাবে।

২০১৯ সালে কাতারের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে ডান পায়ের এ গোড়ালি মচকে নিয়েই কোপা আমেরিকায় খেলতে পারেননি নেইমার। তখন পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়েছিল, নেইমারের আঘাত পাওয়ার জায়গায় লিগামেন্ট ছিঁড়ে গেছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft