প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৯:৩২ অপরাহ্ন

গাজীপুরের কাপাসিয়ায় প্রাথমিক পর্যায়ে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এম এ বাড়ী শিক্ষা পরিবার কেয়ার এডুকেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের মিলনায়তনে তিন ধাপে ১৬ টি প্রতিষ্ঠানের ৩১০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমানত হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা মো. আনসার উদ্দিন, কেয়ার এডুকেশন গাজীপুরের সভাপতি এসএম হাবিবুর রহমান, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রফেসর সাখাওয়াত ভূঁইয়া, এম এ বাড়ী শিক্ষা পরিবারের পরিচালক ইসমাইল হোসেন মাষ্টার, খোরশেদ আলম প্রমূখ।