শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
 

নাটোরে বাল্য বিবাহকে না বলে ৭০০ শিক্ষার্থীর শপথ
মো. লিটন হোসেন লিমন ,নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ২:০৬ অপরাহ্ন

নাটোরে বাল্যবিবাহকে না বলে লাল কার্ড প্রদর্শন করে ৭০০ শিক্ষার্থী শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৪ নভেম্বর) সকালে শহরের শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পলিসি ফর ডায়ালগ (পিফরডি) এর সহযোগিতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে আয়োজনে  সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

সমাবেশে ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই পাঠান, ডিপিএফ’র সাধারণ সম্পাদক শিবলী সাদিক এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান টুটুল উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বাল্য বিবাহ শারিরিক ও মানসিক বিকাশের প্রতিবন্ধক।

 তাই এই বিয়েতে শুধু পরিবারই নয় ক্ষতিগ্রস্থ হয় সমাজ ও রাষ্ট্র। বাল্য বিবাহ না দেওয়ার শর্তে, অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব আমাদের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft