মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
 

টঙ্গীতে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা খুন
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ১১:০৮ পূর্বাহ্ন

গাজীপুরের টঙ্গীতে সাইফুল ইসলাম (৪৭) নামক এক যুবলীগ নেতা সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন।

রোববার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে আউচপাড়া সফিউদ্দিন সরকার একাডেমি রোডে এ ঘটনা ঘটেছে। তিনি গাসিক ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এলাকাবাসী জানান, রাত ৯টার দিকে সফিউদ্দিন সরকার একাডেমি রোডে বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানের বাড়ির সামনে কয়েকজন যুবক অতর্কিতে যুবলীগ নেতা সাইফুল ইসলামের ওপর চড়াও হয়।

সন্ত্রাসীদের হামলায় আহত সাইফুলকে উদ্ধার করে হোসেন মার্কেটের ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ পাশের একটি বাড়ির সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেন। তাতে দেখা যায়, স্থানীয় দুই  যুবক মোটরসাইকেলে এসে প্রথমে সাইফুলের ওপর চড়াও হন।

ঘটনাস্থলে এ সময় কয়েকটি রিকশা আটকা পড়ে। ফুটেজে পথচারীদের ভয়ে হামলাকারীদের দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম এ ব্যাপারে বলেন, সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft