বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩ ফাল্গুন ১৪৩১
 

কাপাসিয়া ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত
কাপাসিয়া ( গাজীপুর ) প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ১০:৩০ অপরাহ্ন

উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) আইসিটি প্রোগ্রামের সহায়তায় এবং কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এই ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। 

বুধবার (০৯-নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এই মেলার শুভ উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  গাজীপুর ৪ আসনের সাংসদ বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খাঁন এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খাঁন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হুসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান,পুলিশ উপ-পরিদর্শক আঃআলীম। 

এ-সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ,স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ  উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা রাশেদ মিয়া বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লসহ উপজেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। 

এ-সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ষ্ট্রেশন, ইউনিয়ন পরিষদ, বিদ্যুৎ বিভাগ, ব্যাংক-বীমাসহ অন্যান্য সেক্টরের ২০টি স্টল মেলায় স্থান পায়। 

দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft