মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

ছাত্রলীগের কমিটিকে ঘিরে উত্তাল পবিপ্রবি
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৪:৪৬ অপরাহ্ন

 মাদকাসক্ত ও সরকার বিরোধীদের নিয়ে ছাত্রলীগের কমিটি চুড়ান্ত করার গুঞ্জনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রলীগের নেতাকর্মীরা। কমিটি ঘোষণার খবরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা মঙ্গলবার রাতে এ বিক্ষোভ মিছিল করে। 

এসময় দুমকি-বাউফল মহাসড়ক অবরোধ করে সড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। বিতর্কিতদের নিয়ে কমিটি হলে তাদের অবাঞ্চিত করার ঘোষণা দিয়ে শ্লোগান দিতে থাকে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় তারা।

বিক্ষোভকারীরা জানান, চাকরি বাণিজ্যকারী, ক্যাম্পাসের চিহ্নিত চাঁদাবাজ, মাদকসেবী ও সরকারবিরোধী কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের সমন্বয়ে এবং মোটা অংকের অর্থের বিনিময়ে শীর্ষ অপরাধীদের দিয়ে কমিটি করার পাঁয়তারা চালানো হচ্ছে। 

পদপ্রত্যাশীদের মধ্যে যাদের সাংগঠনিক সক্ষমতা রয়েছে, ক্লিন ইমেজ, শিক্ষার্থীবান্ধব, মানবিক কাজ করে এবং যাদের পরিবারের সঙ্গে জামায়াত-বিএনপির কোনও সংশ্লিষ্টতা নেই এমন নেতাদের দিয়ে অতিদ্রুত একটি কমিটি ঘোষণা করার দাবী তাদের।

পবিপ্রবিতে ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষে জীবনবৃত্তান্ত সংগ্রহের জন্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক মুর্শিদুর রহমান আকন্দ জানিয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগ গুজব প্রতিরোধ করে, তারা গুজব সৃষ্টি করে না। তাই গুজবে কান না দিয়ে কারো বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকলে কেন্দ্রে জানানোর জন্য অনুরোধ জানান তিনি। 

উল্লেখ্য, সিভি সংগ্রহের পর দীর্ঘ ৭ মাস পার হলেও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কমিটি পাচ্ছে না। নুতন কমিটির প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে এমন গুঞ্জনে গত সোমবার গভীর রাত থেকেই উত্তাল ক্যাম্পাস। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft