মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

সিরাজগঞ্জে বেজির কামড়ে আতঙ্কে মানুষ
সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৪:৩৩ অপরাহ্ন

হঠাৎ করেই সিরাজগঞ্জে বেড়ে গেছে বেজির উপদ্রব। গত ২০ দিনে সিরাজগঞ্জে অন্তত ১২০ জনের অধিক ব্যাক্তি বেজির কামড়ের শিকার হয়েছেন। হঠাৎ করে বেজির এমন আচরনে অবাক স্থানীয়রা। স্থানীয়রা বলেন ভোর, সন্ধ্যা এবং রাতে বেজি কামড়াচ্ছে। 

গ্রামে বেজিকে উপকারী প্রাণী বলে থাকে। ওরা বিষধর সাপ মারে ও সাপের ডিম ও ধান ক্ষেতের ইঁদুর খায়। এখন সেই বেজি সাধারণ মানুষের সমস্যার কারন হয়ে দাড়িয়েছে। পূর্বে বেজি কম বেশি মানুষকে কামড়ালেও বর্তমানে তার মাত্রা বেড় গেছে। 

সম্প্রতি সিরাজগঞ্জ সদর সহ বিভিন্ন উপজেলায় বেজির উপদ্রব ব্যাপক ভাবে বেড়ে গেছে। বেজি দিনের বেলা খাবার সংগ্রহ করে আর রাতে তাদের গর্তে  আশ্রয় নেয়।

সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা, মালশাপাড়া সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নে বেজির কামড়ের শিকার হচ্ছে সাধারন মানুষ। হঠাৎ করে বেজির কামড়ের মাত্রা বেড়ে যাবার কারনে অনেকই আতংকের মধ্যে দিনাতিপাত করছে। তাছাড়াও পরিবারের ছোট সদস্যদের নিয়ে চিন্তায় পড়েছে অভিভাবকেরা।

বেজির কামড়ের শিকার হওয়া গোশালা এলাকার রাজিব জানান, ‘আমি সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে রাস্তায় হঠাৎ করে বেজি দৌড়ে এসে কামড়িয়ে চলে যায়। পরে হাসপাতাল থেকে চিকিৎসা নিতে হয়েছে আমাকে। 

একই এলাকায় হাসিনা বেগম নামক এক গৃহিনী দুপুরে বাড়ির বারান্দায় রান্নার কাজ করার সময় বেজি ছুটে এসে তার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়।  

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহম্মদ জানান, বেজি কামড়ের রোগী আগের চেয়ে অনেক বেশি। 

আক্রন্ত রোগীর মধ্যে গ্রাম অঞ্চলের মানুষই বেশি। তিনি আরো জানান, এব্যাপারে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেয়া দরকার। তা না হলে জলাতঙ্ক সহ শরীর বিভিন্ন ধরনের রোগে আক্রন্ত হতে পারে।

এ বিষয়ে জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা: গৌরাংগ কুমার তালুকদার জানান, বেজি আসলে একটি বন্য প্রানি। হঠাৎ করে বেজির এমন আচারনের কারন সম্পের্কে জানতে বন বিভাগের সাথে আলোচনা করা হচ্ছে। তবে বেজি কামড়ের পর হাসাপাতাল থেকে চিকিৎসা নেওয়ার বিষয়ে জোর দেন তিনি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft