শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৪ আশ্বিন ১৪৩২
 

রাজবাড়ীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ আটক-১
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৮:৪০ অপরাহ্ন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ট্যাবলেট বিক্রির টাকাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃত মাদক কারবারি হলো, উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কালিকাপুর এলাকার মৃত পরিমল ভাদুড়ীর ছেলে প্রদ্যুৎ কুমার ভাদুড়ী ওরফে বাপ্পি।

শনিবার (০৮ অক্টোবর) রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভীর হোসেন খান।

তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম শনিবার (০৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ১শ পাঁচ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ট্যাবলেট বিক্রির চৌদ্দ হাজার ৫শ টাকাসহ কালুখালীর কালিকাপুর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কালুখালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft