মঙ্গলবার ৮ এপ্রিল ২০২৫ ২৫ চৈত্র ১৪৩১
 

১ মাস ৬ দিন কারাভোগ শেষে ৩১ ভারতীয় স্বদেশে ফেরার প্রস্তুতি
মোংলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৮:১১ অপরাহ্ন

এবার এক মাস ছয় দিন কারাভোগ শেষে বাগেরহাট জেলহাজত থেকে মুক্তি পেয়েছেন ৩১ জন ভারতীয় জেলে। শনিবার পৌন ১২টার দিকে বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্তি পান তারা। 

এ সময় খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয়ে প্রতিনিধি প্রভাত মারদা, বাগেরহাট জেল সুপার এস,এম কামরুল হুদা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার উপস্থিত ছিলেন। 

পরে তারা থেকেই মুক্তি পাওয়া এ সকল জেলেদেরকে একটি বাসে করে মোংলায় পাঠিয়ে দেন। দুপুর ২টার দিকে এ জেলেরা মোংলার ফেরিঘাট এলাকায় এসে তাদের এফ,বি মা মঙ্গলচন্ডী নামক দুইটি ট্রলারে উঠেন। 

দীর্ঘদিন পড়া থাকা এ ট্রলার দুইটির যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা ও ক্রুটি মেরামতসহ প্রয়োজনীয় জ্বালানী তেল ও খাবারদাবার নিয়ে রবিবার সকালে তারা মোংলা থেকে স্বদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন বলে জানান ভারতীয় এ জেলেরা। এ সকল জেলেদের বাড়ী ভারতের কলকাতার দক্ষিণ চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপসহ বিভিন্ন এলাকায়। 

উল্লেখ্য, ২ সেপ্টেম্বর বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারকালে এফ,বি মা মঙ্গলচন্ডী নামক এ দুইটি ট্রলার ও ৩১ ভারতীয় জেলেকে আটক করেছিলো বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড।
এর আগে গত মঙ্গলবার ৩ মাস ৪ দিন কারাভোগ শেষে মুক্তি পাওয়া ১৩৫ জেলে ৮টি ট্রলার নিয়ে ওই দিনই স্বদেশের উদ্দেশ্যে মোংলা থেকে রওনা হয়ে যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft