মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
 

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্যসহ ৪ জন নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৪:৪৬ অপরাহ্ন

সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় একটি বাস রাস্তার পাশের গাছকে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে গেলে এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন গতকাল শুক্রবার (০৭-১০-২০২২) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নিহতদের মধ্যে পুলিশ সদস্য আব্দুল আলীমের পরিচয় পাওয়া গেছে। 

তিনি বরিশাল রেঞ্জের একজন পুলিশ সদস্য। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাসীর উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চট্টগ্রাম থেকে বাগেরহাটের মোংলাগামী দিদার পরিবহনের একটি বাস চন্দ্রদিঘলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে বাসটির বেশ কিছু অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হন। এ ঘটনায় আহত হন ১০ জন। গুরুতর আহত সাতজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই বাসের যাত্রী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft