বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি- রফতানি শুরু
হিলি, ( দিনাজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ২:৪৭ অপরাহ্ন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৮ (আট) দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। 

শনিবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। 

তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসক টানা আট দিন বন্ধ থাকার পর আজ (৮ অক্টোবর) সকাল থেকে হিলি স্থলবন্দরে ভারত- বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি কার্যক্রম যথারীতি পূর্বের নিয়মে চালু হয়েছে। 

হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে বন্দরে পণ্য আমদানি রফতানি ও বন্দরের ভিতরে লোড-আনলোডসহ সকল কার্যক্রম বন্ধ থাকার পর আজ সকাল থেকে আমদানি রফতানি ও বন্দরের ভিতরের সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে। 

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদিউজ্জামান বলেন, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে দুই দেশের মধ্যে পণ্য আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন দিয়ে পার্স পোট যাত্রী পারা পার স্বভাবিক ছিলো। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft