বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

হিলিতে স্বল্প মূল্য টিসিবি পণ্য বিক্রির শুভ উদ্বোধন
হিলি, ( দিনাজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ২:৪১ অপরাহ্ন

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় দশ হাজার পাঁচশত একত্রিশ জন স্বল্প আয়ের মানুষের মাঝে ৫ম বারের মতো স্বল্প মূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে  টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। স্বল্প মূল্য এইসব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। তবে পণ্যের পরিধি বাড়ার দাবি সাধারণ মানুষের। 

শনিবার(৮ অক্টোবর) হাকিমপুর পৌর সভার (১,২,৬) ওয়ার্ড এর জন্য (হিলি স্থলবন্দর এর ট্রাক মালিক সমিতির নিচ তলায় টিসিবি পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম। 

টিসিবির পণ্য নিতে আসা সাধারণ মানুষরা বলেন, বর্তমানে বাজারে সব পণ্যর দাম বেশি। তাই কমদামে এইসব পণ্য কিন্তে পেরে আমরা খুব খুসি। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। প্রতিমাসে এইসব পণ্য যদি দেওয়া হতো তাহলে আমাদের মত সাধারন মানুষের উপকার হতো বলে দাবি তাদের। 

এসময় উপস্থিত ছিলেন, টিসিবি পণ্য বিক্রির ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার (শিক্ষা) সাখাওয়াত হোসেন ও টিসিবি পণ্য বিক্রির ডিলার আলম হোসেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার ৫শ ৩১ জন স্বল্প আয়ের মানুষের (ফ্যামেলি কার্ডধারী) মাঝে ৫ম বারের মতো এক কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেলসহ একটি প্যাকেজ ৪০৫ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে। আগামী ১২ দিন পর্যায়ক্রমে এসব টিসিবি পণ্য বিতরণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft