সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
 

বাংলাদেশ ব্যাংকে ফের সাংবাদিক প্রবেশে কড়াকড়ি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৪:৫৫ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকে আবারও সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, দুপুর দুইটার আগে কোনও সাংবাদিক গভর্নর ভবনে প্রবেশ করতে পারবে না। আব্দুর রউফ তালুকদার কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে যোগদানের পর আজ বৃহস্পতিবার এমন নির্দেশনা দেওয়া হলো।

জানা গেছে, এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ব্যাংকের সব কর্মসূচি বয়কটের কথা ভাবছেন ব্যাংক বিটের  সাংবাদিকরা।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও নির্বাহী পরিচালক জিএম আবুল কালাম আজাদ বলেন, তিনিও শুনেছেন দুপুর দুইটার আগে কোনও সাংবাদিক গভর্নর ভবনে প্রবেশ করতে পারবেন না, এরকম একটি সিদ্ধান্ত হয়েছে। তবে কী কারণে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে,তা তিনি জানেন না।

এর আগে ২০১৬ সালের ফজলে কবির নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পর ওই বছরের ২৩ মার্চ বাংলাদেশ ব্যাংকের ভেতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি।

 
জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft