রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
 

জেলায় জেলায় জনসংখ্যা বাড়া-কমার খতিয়ান
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৪:১০ অপরাহ্ন

দেশের সব জেলাতেই জনসংখ্যা বাড়লেও উল্টো ঘটনা ঘটেছে ঝালকাঠিতে। গত ১১ বছরে এই জেলায় মানুষের সংখ্যা বাড়েনি বরং কমেছে। জনশুমারির হিসেবে সবচেয়ে বেশি জনসংখ্যা ঢাকায় এবং সবচেয়ে কম বান্দরবানে। এছাড়া পরিবারের সদস্য সংখ্যা বেশি সিলেট জেলায় আর কম জয়পুরহাটে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সবশেষ জনশুমারি ও গৃহগণনায় এ তথ্য পাওয়া গেছে। 

গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে (বিবিএস) তাতে দেখা গেছে, দক্ষিণের জেলা ঝালকাঠিতে এখন মোট জনসংখ্যা ৬ লাখ ৬১ হাজার ১৬১ জন। ২০১১ সালের জনশুমারিতে এই জেলায় মানুষ ছিল ৬ লাখ ৮২ হাজার ৬৬ জন। মানে গত ১১ বছরে এ জেলায় ২১ হাজার ৫০৮ জন মানুষ কমেছে।

ঝালকাঠিতে জনসংখ্যা কমার কারণে প্রতি বর্গকিলোমিটারে বসবাসের সংখ্যাও কমেছে। এই জেলায় এখন প্রতি বর্গকিলোমিটারে বসবাস করছে ৯৩৫ জন। ২০১১ সালে  ছিল ৯৬৬ জন। ঝালকাঠিতে পরিবারের আকারও কমেছে। ১১ বছর আগে সেখানে একটি পরিবারের আকার ছিল ৪ দশমিক ৩২ জন। সেটি কমে ৪ দশমিক ০৭ জনে এ নেমে এসেছে। বিবিএসের জেলাভিত্তিক জনসংখ্যা, খানার আকার, জনসংখ্যার ঘনত্ব বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

জনশুমারির তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সব জেলাতেই জনসংখ্যা বাড়লেও গড় বৃদ্ধির হার কমেছে। এছাড়া অন্য দুটি জেলায়  গত ১১ বছরে জনসংখ্যা উল্লেখযোগ্য  হারে বাড়েনি। নাটোরে গত ১১ বছরে মানুষ বেড়েছে মাত্র এক লাখ ৫৩ হাজারের মতো। ২০১১ সালে ওই জেলায় জনসংখ্যা ছিল ১৭ লাখ ৬ হাজারের মতো। সেটি বেড়ে ১৮ লাখ ৫৯ হাজারে উন্নীত হয়েছে। নওগাঁ জেলায় গত ১১ বছরে জনসংখ্যা বেড়েছে এক লাখ ৮৪ হাজারের মতো। উত্তরের এই জেলাটিতে এখন জনসংখ্যা ২৭ লাখ ৮৪ হাজারের মতো। ১১ বছরে আগে যা ছিল ২৬ লাখ।


সবচেয়ে বেশি জনসংখ্যা ঢাকায়, কম বান্দরবানে

জনশুমারির তথ্য বলছে, দেশে এখন সবচেয়ে বেশি জনসংখ্যা ঢাকা জেলায়। রাজধানীতে জনসংখ্যা বেড়ে এক কোটি ৪৭ লাখ ৩৪ হাজারে উন্নীত হয়েছে। ১১ বছর আগে যা ছিল এক কোটি ২০ লাখ ৪৩ হাজারে। জনসংখ্যা বাড়ার কারণে প্রতি বর্গকিলোমিটারে বসবাসের সংখ্যাও বেড়েছে। এখন রাজধানীতে প্রতি বর্গকিলোমিটারে বসবাস করছে ১০ হাজার ৬৭ জন। ১১ বছর আগে যা ছিল আট হাজার ২২৯ জন। তবে ঢাকায় পরিবারের আকার কমেছে। এখন ঢাকায় একটি পরিবারের আকার ৩ দশমিক ৬৫ জন। যা আগে ছিল ৪ দশমিক ৩২ জনে।

এদিকে জনসংখ্যা সবচেয়ে কম বান্দরবান জেলায়। এই জেলায় এখন জনসংখ্যা চার লাখ ৮১ হাজার ১০৯ জন। যা আগে ছিল তিন লাখ ৮৮ হাজার ৩১৬ জন। পার্বত্য এই জেলায় জনসংখ্যার ঘনত্বও কম। প্রতি বর্গকিলোমিটারে সেখানে মাত্র ১০৭ জনের বসবাস। জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম রাঙামাটিতে। এই জেলায় প্রতি বর্গকিলোমিটারে ১০৬ জন মানুষের বসবাস।


পরিবারের সদস্য সংখ্যা বেশি সিলেট জেলায়, কম জয়পুরহাটে

একটি পরিবারে সদস্যসংখ্যা সবচেয়ে বেশি এখন সিলেট জেলায়। এই জেলায় গড়ে একটি পরিবারে সদস্য সংখ্যা ৫ দশমিক ১৬ জন। যেখানে জাতীয়ভাবে খানার আকার ৪ জন। পরিবারের সদস্যসংখ্যা বেশির দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে সুনামগঞ্জ ৫ দশমিক ১০ জন, হবিগঞ্জ চার দশমিক ৮০ জন।

অন্যদিকে পরিবারের আকার সবচেয়ে কম জয়পুরহাটে। এই জেলায় পরিবারের সদস্য সংখ্যা তিন দশমিক ৫৪ জন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে মেহেরপুর ৩ দশমিক ৬১ জন। বগুড়া ৩ দশমিক ৬৪ জন।

-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft