শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
 

গাইবান্ধায় ২টি ওয়ার্ডে উপ নির্বাচন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১২:০৪ অপরাহ্ন

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ও সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের ২টি ওয়ার্ডে উপ নির্বাচন হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন। 

সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নুরু মোহাম্মদ লেলিনের মৃত্যুর কারণে শূন্য হওয়া সদস্য পদে স্ত্রী বিউটি বেগম (মোরগ প্রতীক) ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। একমাত্র প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান আতা (তালা প্রতীক) ৫৪৯ ভোট পেয়েছেন। 

নির্বাচনে এক হাজার ৭৭০ জন ভোটারের মধ্যে এক হাজার ১৪৮ জন ভোট প্রদান করেন। এছাড়াও গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে মো. মোখলেছুর রহমান (ফুটবল প্রতীক) ৭২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদুল হক খোকা ৭০৬ ভোট পেয়েছেন। 

২০২১ সালের ১১ নভেম্বর এ ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনে আব্দুর রউফ মাস্টার সদস্য পদে নির্বাচিত হন।নির্বাচনের পরদিন ১২ নভেম্বর রাতে দুর্বৃত্তদের হাতে নিহত হন তিনি। ২৭ জুলাই বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব।

-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft