বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার
প্রকাশ: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১১:৪৩ অপরাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে এক শিশুকে (১২) ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র্্যব। আজ বুধবার ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া কামারপাড়া এলাকা থেকে আল আমিন নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

আজ দুপুরে শেরপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ জামালপুরের স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান জানান, শিশুটি চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। গত শুক্রবার রাতে আল আমিন তাকে ঝিনাইগাতীর বাকাকুড়া এলাকার কালঘোষা নদীর তীরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। এরপর শিশুর মরদেহ বস্তাবন্দী করে পাশের একটি পুকুরে ফেলে দেন।

গত ২৪ জুলাই বিকেলে পুকুর থেকে ওই শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় স্কুলছাত্রীর বাবা ঝিনাইগাতী থানায় হত্যা মামলা করেন। পরে ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে র‌্যাব-১৪। আল আমিনকে আজ বিকেলে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হলে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া।

-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft